মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিজলা উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বড়জালিয়া ইউনিয়নে অবস্থিত সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বড়জালিয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশাল ৪ আসন থেকে নির্বাচিত সাবেক সাংসদ অধ্যাপক কাজী মেজবাহ উদ্দিন ফরহাদ ।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান ভার্চুয়ালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন । হিজলা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুল গাফফার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন , বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ , মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু , হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান মোঃ সালাউদ্দিন রিমন , হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান খান সজল , বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহবায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন , বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাজু প্রমুখ ।
এ সময় যুবদল , ছাত্রদল , স্বেচ্ছাসেবক দল , কৃষকদল , মহিলা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন ৷
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত , বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা সহ বিগত ১৭ বছরে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আহত এবং নিহত নেতাকর্মীদের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।
প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন , পাঁচই আগস্টের পরে একটি স্বার্থান্বেষী মহল বিএনপির নামে চাঁদাবাজি লুটতরাজ সন্ত্রাস রাহাজানি ভূমিদস্যুতায় লিপ্ত ।
ইনশা আল্লহ বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসীন হলে হিজলার মাটিতে এই সব কুলাঙ্গার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে । আমাদের সামনে কঠিন পথ অতিক্রম করতে হবে । দীর্ঘ দিনের কষ্টের ফসল বিনষ্ট করে বিএনপিকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ঘাপটি মেরে বসে থাকা বেঈমানের দল ।