রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়ে তুলতে হবে- আলাল

সকল ধর্মের মানুষদের নিয়ে দেশ গড়ে তুলতে হবে- আলাল

Sharing is caring!

স্টাফ রিপোর্টার ঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, হজরত ইউসুফ (আ.) কে কুয়ায় নিক্ষেপ করার সময় তিনি জানতেন না তার পরিণতি কি হবে। হজরত ইউনুস (আ.) মাছের পেটে থাকা অবস্থায় জানতেন না এই পৃথিবীর মাটিতে ফিরে আসতে পারবেন কিনা।

বনি ইসরাইল জাতিকে ইমানের পথে আনতে গিয়ে মুসা (আ.) তার সহযোগীদের নিয়ে সাগরের মধ্য পাড়ি দেওয়ার সময় কি হবে তাও তিনি জানতেন না। এ রকমের হাজারো প্রমাণ আছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর বিভাগীয় সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।

তিনি আরো বলেন, সম্প্রতি ড. ইউনুস বাংলাদেশে ফিরলেই ৭শত কোটি টাকা জমা দিতে হবে। তার আপিল শুনবে কিনা আদালতে সেই শুনানি অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে বাংলাদেশে ফিরে আসতে না আসতেই ঘোষণা হল ওনি (ড. ইউনুস) এই দেশের সরকার প্রধান হবেন। আল্লাহ রাব্বুল আমিন অনেক কিছু পারেন।

এর জন্য হিম্মত থাকতে হবে, মনে ইমানের জোড় থাকতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সব ধর্ম মানুষের দৃষ্টি আভাস স্থল হিসেবে বাংলাদেশকে পরিণত করতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধক বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ, সাবেক এমপি ও মেয়র এ্যাড. মো. ম‌জিবুর রহমান সরোয়ার বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি। দেশকে কীভাবে গড়ে তুলতে হবে। দেশের মানুষের কথা কীভাবে বলতে হয়। তিনি (জিয়াউর রহমান) সেই ভাবেই তিনি চিন্তা ভাবনা করেছিলেন।

বর্তমানে বাংলাদেশের সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ একটি দিক হল ধর্ম। ভারত যদি ষড়যন্ত্র চক্রান্ত পূর্বক কোন কিছু করে আমি জানি- ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’ বলে মুসলমানরা, ইমামরা ও,আলেম ওলামা বুক ফুলিয়ে রক্ত ঢেলে দিবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির (বরিশাল বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল হক নান্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ওলামা দল এর সাবেক আহ্বায়ক প্রিন্সিপাল মাও. শাহ মো. নেছারুল হক।

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাও. কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এ্যাড. কাজী মো. আবুল হোসেন।

আলোচকবৃন্দ ছিলেন বরিশাল জেলা বিএনপির দক্ষিণ এর সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাও. কাজী মো. আলমগীর হোসেন ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এর যুগ্ম আহ্বায়ক মাও. মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বরিশালের সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD