রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
উপজেলা পরিষদ নির্বাচন, কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে ২৪ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

উপজেলা পরিষদ নির্বাচন, কলাপাড়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে ২৪ ঘন্টার মধ্যে ব্যাখ্যা দেয়ার নির্দেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

চতুর্থ ধাপের ৫ই জুন অনুষ্ঠিতব্য পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রচার, প্রচারনায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ন হয়ে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন।

আচরন বিধি লংঘনের অভিযোগে তিন চেয়ারম্যান প্রার্থী, দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছে ইসি। অভিযুক্তরা মুচলেকা দিয়ে লিখিত অঙ্গীকার করায় তাদের সতর্ক করে অভিযোগ থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেয় ইসি।

এরপরও নির্বাচনী প্রচারনার পথসভায় অসংলগ্ন, অশালীন বক্তব্য প্রদান এবং মোটর শোভাযাত্রা নিয়ে প্রচারনায় অংশ নেয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানায় রিটার্নিং অফিসার কর্যালয় সূত্র।

কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার (ঘোড়া প্রতীক), সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা (দোয়াত কলম) এবং যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ (আনারস)। ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী (চশমা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল (টিউবওয়েল), পৌর কৃষকলীগের সম্পাদক আলহাজ্ব ডা. মো. ইব্রাহীম খলিল (বই)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মলি (কলস), উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারিভিন সীমা (সেলাই মেশিন), মোসা: রাশেদা বেগম (ফুটবল) মোসা: লাইজু হেলেন লাকি (হাঁস)।

এদিকে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে থাকলেও বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্য কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেয়নি এ নির্বাচনে।

সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, আচরন বিধি লংঘনের অভিযোগে কলাপাড়ায় তিন চেয়ারম্যান প্রার্থী, দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ১ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করেছে ইসি। অভিযুক্তরা মুচলেকা দিয়ে লিখিত অঙ্গীকার করায় তাদের সতর্ক করে অভিযোগ থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দেয় ইসি।

রিটার্নিং অফিসার মো: মিজানুর রহমান জানান, প্রচারনার পথসভায় দোয়াত কলমের প্রার্থী আখতারুজাজামান কোক্কা অসংলগ্ন, অশালীন বক্তব্য প্রদান এবং ঘোড়া প্রতীকের প্রার্থী মোতালেব তালুকদারের কর্মী সমর্থকরা মোটর শোভাযাত্রা নিয়ে প্রচারনায় অংশ নেয়ার তাদের দুই জনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

জবাব দেয়ার পর তাদের জবাব ইসি কার্যালয়ে পাঠানো হবে, পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। তিনি আরও জানান, কলাপাড়া-রাঙ্গাবালী দুই উপজেলায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য ২ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ র ্যাব, পুলিশ, কোষ্ট গার্ড, বিজিবি সদস্যরা নিয়োজিত থাকবে।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামাল জানান, দুইটি পৌরসভার ভোট সংখ্যা ২ লাখ ১ হাজার ১৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৩, মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD