বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ,
বাংলাদেশের ওয়াকার্স পার্টি কেন্দ্রীয় সভাপতি রাসেদ খান মেন এমপি বলেছেন
প্রান্তজনের সংগ্রামকে এগিয়ে নিয়ে শোষণমুক্তির জন্য আজীবন লড়াই করেছেন
কমরেড অমল সেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা আয়োজিত ঐক্যবন্ধ ওয়ার্কার্স পার্টির
সভাপতি, তেভাগা আন্দোলনের প্রানপুরুষ কমরেড অমল সেনের ২১তম মৃত্যু বার্ষিকীতে
(১৭ জানুয়ারি) দুপুরে ফকিরাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ে স্মরণসভায় প্রধান অতিথির
বক্তব্যে তিনি এ কথা বলেন, অমল সেনের আদর্শকে ধারণ করে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে
পার্টিকে এগিয়ে নিতে পার্টি কমরেড সদস্যদের প্রতি আহবান জানান। স্মরণসভার
শুরুতেই কমরেড অমল সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পার্টি নেতৃবৃন্দ
রেড স্যালুট প্রদান করেন।
এসময় মেনন আরও বলেন মার্কিন সা¤্রাজ্যবাদের রেজিম চেঞ্জ এবং বিএনপি জামাতের
ষড়যন্ত্র জনগণ ভোটের মাধ্যমে প্রতিহত করেছে, তারা মাটিতে শুয়ে পরে বলছে আমরা শুয়ে
পরি নাই,তাদের কথা অক্ষমের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য কমরেড নজরুল
হক নীলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ টিপু সুলতানের সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন পার্টির প্রবিণ জেলা নেতা কমরেড অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ,জেলা
নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,অধ্যাপক মোতালেব হাওলাদার, জাকির
হোসেন,শামিল শাহরোখ তমাল প্রমুখ।