সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খানের সার্বিক দিক নির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসীল বাতিল এবং বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে বিনাভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত ১২ এবং ১৩ ডিসেম্বর ৩৬ ঘন্টার অবরোধ সফল করতে বুধবার দুপুরে নথুল্লাবাদ এলাকায় বরিশাল ঢাকা মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে বরিশাল মহানগর শ্রমিকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।
প্রহসনমূলক নির্বাচন বাতিল সহ আন্দোলন সংগ্রামের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ , বরিশাল মহানগর বি এন পির নেতৃবৃন্দ সহ সকল রাজবন্দীর নামে দায়েরকৃত গায়েবী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে নিজস্ব প্রতিবেদক কে নিশ্চিত করেন মহানগর শ্রমিকদলের কান্ডারী ফয়েজ আহমেদ ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে লুটেরা সরকারের বিরুদ্ধে আগামী দিনের যে কোন কর্মসূচী সফল করে অত্যাচারী মাফিয়া সরকারের পতন ত্বরান্বিত করার ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাঠে শামিল থাকার আহবান জানানো হয় ।
প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বি এন পির চলমান আন্দোলনে বরিশাল মহানগর শ্রমিকদল সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শ্রমিক মেহনতি জনতার আশ্রয়স্থল ফয়েজ খান ।