সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল বাতিল এবং বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে নিশিরাতের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের পতনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি ঘোষিত অবরোধ এর সমর্থনে হিজলা উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মহসিন সিকদার ও বিপ্লবী সদস্য সচিব মাইনুল হাসান সম্রাটের নেতৃত্বে মিছিল এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয় ।
মিছিলে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহবায়ক শাহজালাল রাজীব , যুগ্ম আহবায়ক নেছার উদ্দিন , যুগ্ন আহবায়ক মিরাজুল ইসলাম । কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু সাইদ , ইমাম হোসেন ইমন , মোস্তফা কামাল , নাজমুল সরদার । বড়জালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক আজমাইন সরদার , আরিফ হোসেন , শাকিল , সাকিব বেপারী । গুয়াবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল নেতা তহিদুল সিকদার , মাহবুব খান , শাকিল বেপারী , রাকিব বালী , আবির হোসেন , লিয়াকত হোসেন , আশিক , সিয়াম , রিফাত হোসেন ।
হরিনাথপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ হোসেন , সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন , নাইম শিকদার প্রমুখ । প্রহসনমূলক নির্বাচন বাতিল সহ আন্দোলন সংগ্রামের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বলে নিজস্ব প্রতিবেদক কে নিশ্চিত করেন হিজলা ছাত্রদলের কান্ডারী মহসিন সিকদার ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আহবানে মাফিয়া ভোটচোর সরকারের বিরুদ্ধে আগামী দিনের যে কোন কর্মসূচী সফল করে লুটেরা সরকারের পতন ত্বরান্বিত করার ব্যাপারে সর্বস্তরের নেতাকর্মীদের আন্দোলনের মাঠে সক্রিয় থাকার আহবান জানান মিছিলে আগত নেতৃবৃন্দ ।