শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে ১৮ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ জিয়াউল হক মাসুমের কার্যালয় দোয়া মাহফিলের মাধ্যমে বৃহস্পতিবার বাদ মাগরিব বটতলা এলাকার আদম আলী হাজী গলির পাশে উদ্বোধন করেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত । দোয়া মুনাজাত পরিচালনা করেন বটতলা মাদরাসার অধ্যক্ষ মুফতি সাব্বির আহমেদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানকের ছোট ভাই নাসির উদ্দিন আহমেদ লিটু । সঞ্চালক হিসেবে সকল কে পরিচয় করিয়ে দেন বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড লস্কর নুরুল হক । এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।