শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
প্রচন্ড শীতে কাপছে সারা দেশ,বরিশালে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সামাজিক সংগঠন স্মার্ট উদ্যোগ এবং এস ই এফ (SEF)।
২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার বরিশাল নগরীর কাঞ্চন পার্ক এলাকায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালিত করা হয়।
উক্ত কর্মসূচির মূল লক্ষ্য হলো তীব্র শীতে যারা খোলা আকাশের নিচে বা জরাজীর্ণ ঘরে রাত কাটাচ্ছেন, তাদের উষ্ণতা প্রদান।
এসময়ে সংগঠনের প্রতিনিধিগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তরুণ স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমে তালিকাভুক্ত প্রকৃত অভাবী মানুষের হাতে কম্বলগুলো পৌঁছে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, “আমাদের লক্ষ্য কেবল সাহায্য করা নয়, বরং সমাজের সামর্থ্যবান মানুষকে অসহায়দের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।
এই ছোট উদ্যোগটি হয়তো অনেকের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।