শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে কীর্তনখোলা নদীর বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৮ টি বেহুন্দী জাল সহ ৪ জেলেকে আটক করা হয়। বৃহস্পতিবার ০৫ জানুয়ারি বিকালে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান ও মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতের নেতৃত্বে নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায়, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত।