মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদের নতুন পোশাক দিয়েছে একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ।
আজ শনিবার সকাল ১১ টায় নগরীর পলাশপুর এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের নতুন পোশাক দেয়া হয়। পোশাক প্রাপ্তরা সবাই ” আলোর পাঠশালা” নামক একটি স্কুলের শিক্ষার্থী। এদের মধ্যে ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের থ্রি পিস দেয়া হয়।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ শিশুদের হাতে ঈদের পোশাক তুলে দেন। সেচ্ছাসেবী যুব সংগঠন আহার এর সভাপতি আল আমিন হাওলাদার জানান, ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে একটু হাসি ফুটানোর জন্যই তাদের এই চেষ্টা। জে. এইচ আল আমিন হাওলাদার, সভাপতি,আহার যুব সংগঠন।