বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, নারী নির্যাতন, শিশু নির্যাতনের প্রতিবাদে সোমবার বেলা ১১ টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব। এই সংগঠনের সদস্যরা ধর্ষণ বিরোধী সম্বলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে নগরীর টাউন হল প্রাঙ্গনে প্রখর রৌদ্রতাপ উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা মানববন্ধনে অবস্থান করেন । সংগঠনের নেতা কর্মীরা বলেন তারা ধর্ষনমূক্ত বাংলাদেশ দেখতে চান। সংগঠনের সভাপতি আওলাদ খান বলেন সারাদেশে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ সহ আমাদের মা বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও মানববন্ধনে সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত আর্তমানবতার সেবার মূল লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত বরিশাল ব্লাড ডোনারস ক্লাব সংগঠন ২০১২ সালে যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের নেতাকর্মীরা বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল সহ বিভিন্ন সরকারি বেসরকারী হাসপাতালে গরীব অসহায়দের মাঝে রক্তদান সহ বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতাও করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রীদের নিয়ে সংগঠনটি গঠিত।