বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্স :পানির অপর নাম ‘জীবন’। জলের স্রোতোধারায় বিপন্ন বানভাসি মানুষের কাছে এখন পানির আরেক নাম হয়ে উঠেছে ‘মরণ’। করোনার এই দুঃসময়ে দীর্ঘস্থায়ী বানের পানি রীতিমতো বিষিয়ে তুলেছে দেশের অর্ধকোটি পানিবন্দি মানুষকে। খুব কাছাকাছি সময়ে পানির এমন তোড়ের সঙ্গে মানুষকে লড়তে দেখা যায়নি। দেশের দক্ষিনাঞলের মানুষের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে আগ্রাসী বন্যা। খোদ বরিশালের সদর রোড এখন বানের পানিতে থইথই। বন্যার সঙ্গে লড়তে থাকা মানুষের জন্য বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও নেই তেমন সুখবর। আগস্ট জুড়েই থাকবে বন্যার এমন দাপট।বরিশাল সিটি কপো’রেশনের ৫ নং ওয়ার্ড’ একটি নদীবেষ্টিত একটি জনবহুল এলাকা।কীর্ত’নখোলা নদীর পাশে হওয়ায় এই ওয়ার্ডের্ অধিকাংশ জনগন পানিবন্দী আছে। এই সময়ে জনগনের পাশে এসে দারিয়েছেন ৫ ওয়ার্ডে’র কাউন্সিলর কেফায়েত হোসেন রনি। কখনো পানির মধ্যে পায়ে হেটে আবার কখনো নৌকায় মানুষের খোজ খবর নিতে বাড়ি বাড়ি ছুটে যান কাউন্সিলর রনি।শোনেন পানিবন্দী মানুষের দূর্ভো’গের কথা। ৫ নং ওয়ার্ডে’র মোহম্মদপুর ও গুচ্ছগ্রাম গুলোতে খোজ নিয়ে জানা যায় ,বিপদময় এ সময় গুলোতে দিন রাত পাশ্বে’ পাচ্ছেন কাউন্সিলরকে। যত রাত হোক জনগনের বিপদে তাকে সবসময় পাশে পাওয়া যায়। আম্ফান ঝড়ে ও করোনা মোকাবেলায় মিলেছে তার সাহসীকতার প্রমান।
কাউন্সিলর কেফায়েত হোসেন রনির সাথে যোগাযোগ করলে তিনি ক্রািইমসিন২৪ কে বলেন, ওয়ার্ডে’র পানিবন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোজখবর নিচ্ছি । সমস্যা সমাধানের চেষ্টা করছি। তিনি আরো বলেন আমাদের মাননীয় মেয়র মহোদয় সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ৫নং ওয়ার্ড’ এর পানিবন্দী মানুষের খোজখবর নিয়মিত নিচ্ছেন। সরকারি কোন অনুদান পেলে পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে বিতরন করা হবে এই আশ্বাস দেন।