সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
বরিশালে স্বাস্থ্যখাতে সকল অনিয়ম, দূর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাম গনতান্ত্রিক জোট বরিশাল জেলা।
বৃহস্পতিবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করে তারা।
এসময় বক্তরা বলেন, বিনামূল্যে সকল নাগরিকের করোনা পরীক্ষা ও চিকিৎসা সেবা সঠিকভাবে দিতে হবে। পিসিআর ল্যাব বৃদ্ধি করতে হবে। রাস্ট্রয়াত্ত পাটকল সমূহ বন্ধের চক্রান্ত বন্ধ করতে হবে। জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য সংসদে উত্থাপিত বিল প্রত্যাহর করতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের সদস্য সচিব মনীষা চক্রবর্তী সহ অনেকে বক্তব্য রাখেন।