শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: ভোলার বোরহানউদ্দিন এবং মনপুরায় এক শিশু ও এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০ টায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। এই জেলায় এবারই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশু ও মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ২২ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপের্ট পজেটিভ এসেছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, শুক্রবার থেকে পুরো এলাকা লকডাউন করা হবে এবং আক্রান্তদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।
জেলায় এ পর্যন্ত ২৪২ টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে ২১৪ টি নমুনা নেগেটিভ এসছে। বর্তমানে আইসোলেশনে রয়েছে একজন।