শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন
বরিশাল নগরীর বিএম কলেজ রোড, বৌদ্যপাড়া মোড় এলাকায় করোনা সচেতনতার নামে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে সচেতনতা কার্যক্রম দেখিয়ে ছিনতাইকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
করোনা সংক্রামন এড়াতে নগরীতে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকায় জনগুরুত্বপূর্ণ বিএম কলেজ সড়ক প্রায় জনশূন্য হয়ে পড়ে।
এ সুযোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সামান্য সংখ্যক রিক্সা, ভ্যান ও পায়ে হেটে যাওয়া মানুষ চলাচল করলে তাদেরকে সচেতনতা মূলক কার্যক্রম দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয় স্থানীয় মাদকাসক্ত সাইদ হোসেন নামের এক যুবক। এসময় পার্শ্ববর্তী দোকান মালিক সহ স্থানীয় জনতা তাকে আটক করে সাংবাদিকদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতকে অবহিত করে।
খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ছিনতাইকারীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
অপরদিকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ৩টি দোকানে গনজমায়েত করায় রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া অধিক ভাড়া আদায় ও গন জামায়াতের কারনে ৩টি মাইক্রোবাসের ড্রাইভারকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করে।