শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
ভারতের রাজধানী শহর দিল্লির একটি কারখানায় আগুন লেগে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোববার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে। এসময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৩০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এখন পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভেতরে আরও অনেকেই আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।এখনো উদ্ধার তৎপরতা চলছে।