রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি):
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের পর থেকে ক্যাম্পাসে নিয়মিত আসা শুরু করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। কিন্তু তারা এতোদিন বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের এক পাশের চেয়ার-টেবিলে বসতে পারলেও বৃহস্পতিবার (৩ অক্টোবর) সবকিছু ছাত্রলীগের নেতাকর্মীদের দখলে থাকায় বসতে পারেনি।
সকালে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নেতাকর্মীদের নিয়ে মধুর ক্যান্টিন আসেন। কিন্তু বসার জায়গা না পেয়ে একপর্যায়ে এর প্রতিবাদ জানিয়ে ফ্লোরে বসে পড়েন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান নেন।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, কয়েকদিন ধরেই ছাত্রলীগের নেতাকর্মীরা চেয়ার-টেবিল দখল করে রাখছেন। আগে দু’একটি চেয়ার-টেবিল খালি থাকলেও এদিন সব দখলে নিয়ে ছাত্রলীগের শীর্ষ নেতারা অনুসারীদের নিয়ে অবস্থান নেন।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আগে কিছু চেয়ার-টেবিল থাকলেও এখন সব দখল করে নিয়েছে ছাত্রলীগ। আমাদের বসার কোনো জায়গা নেই। ফলে মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯