বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিনের নেতৃত্বে বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান , সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী , সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
মুসলীম গোরস্থানে শায়িত শ্রমিক নেতা বশির আহমেদের রূহের মাগফিরাতের জন্য তার কবর জিয়ারত করা হয় । এ সময় বশির আহমেদের পরিবারের সদস্যবৃন্দ মুনাজাতে অংশগ্রহণ করেন ।
এর আগে শুক্রবার সকালে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের কর্মী সভা উপলক্ষে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন ।
ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে তাদের কে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান । দলের সাংগঠনিক কাঠামো মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে এবং আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশে খেটে খাওয়া মেহনতী মজদুর শ্রমিকদের নায্য অধিকার আদায়ের নিরন্তর আন্দোলন কে বেগবান করার লক্ষ্যে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ২ রা নভেম্বর রোজ শনিবার সদর রোড টাউন হল মিলনায়তনে কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদক কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
বিগত ১৭ বছরের জুলুম নির্যাতনে নিষ্পেষিত এবং গায়েবী বানোয়াট মিথ্যা মামলায় জর্জরিত গরীব অসহায় শ্রমিকদের দুর্দশা লাঘবে এই কর্মীসভা ফিনিক্স পাখির ন্যায় কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বৃহত্তর বরিশাল অঞ্চলের শ্রমিক জনতার আশ্রয়স্থল ফয়েজ খান ।