শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৫০ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
আজকের শিশু আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে দেশের সকল শিশুদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জিয়া শিশু কিশোর মেলা নামক শিশু বান্ধব সংগঠন ।
এরই ধারাবাহিকতায় বরিশালের সর্বস্তরের শিশুদের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে জিয়া শিশু কিশোর মেলা সংগঠনের কেন্দ্রীয় সহ সভাপতি মীর আদনান আহমেদ তুহিন , বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ টি এম মোস্তাফিজুর রহমান সহ বরিশাল জেলা ও মহানগর জিয়া শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ।
শিশুদের নিয়ে বি এন পির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের চিন্তাধারা , নতুন কুড়ির মত ডায়নামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সৃষ্টির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্লাটফর্ম তৈরী করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গণে দেশের সুনাম অর্জন করা সহ ছিন্নমূল পথ শিশুদের সার্বিক অবস্থা পরিবর্তনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপ সমূহ আলোচনায় তুলে ধরা হয় ।
এ সময় বরিশাল জেলা জিয়া শিশু কিশোর মেলার সভাপতি আহাম্মাদুল কবির বিপ্লব মোল্লা , সাধারণ সম্পাদক কামরুন নাহার কলি , সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার সহ মহানগর শাখার সভাপতি মীর আশিক আহমেদ শাহিন , সহ সভাপতি মোঃ ফেরদৌস আহমেদ , ১ নং সদস্য মোঃ মানিক আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন ।
আগামী দিনে ক্ষমতার পালাবদলের চ্যালেঞ্জ মোকবেলায় স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মানে শিশুদের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের চিন্তাধারা উপস্থাপনের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।