শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেক্স : তেহরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভারত বন্ধ করবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। বুধবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করেন জয়শঙ্কর।
আমেরিকা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে কিনা- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জয়শঙ্কর বলেন, ইরান-ভারত ঘনিষ্ঠ সম্পর্ক তৃতীয় কোনো দেশের কারণে ক্ষতিগ্রস্ত হবে না। নয়াদিল্লি তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করবে না।
জয়শঙ্কর এমন সময় এসব কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার জন্য তেহরানের ওপর সর্বাত্মক চাপ সৃষ্টি করেছে। ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে শুরু করেন।
মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের দেশগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছেন যে, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করে তাহলে সেদেশকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।