মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ
পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (১৫ ডিসেম্বর-২৫ ইং) তারিখ সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শারিকখালী এলাকার একটি বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানে বসতঘরের ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
দিনভর অভিযান পরিচালনা করে নিশা আক্তার স্বপ্না (২০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত নিশা স্থানীয় বাসিন্দা লিটন শেখের মেয়ে। এ ঘটনায় আরেক অভিযুক্ত নাজমা বেগম (৪২) পলাতক রয়েছে।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকেই মাদক ব্যবসা পরিচালনা করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ডিএনসি কর্মকর্তারা জানান,উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মাদক নির্মূলে জেলা জুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।