শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন
মোঃ তাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলায় মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ পাতারহাট সরকারি মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার সকাল ১২ টায় অনুষ্ঠিত হয়।
শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবস উপলক্ষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল শাখার প্রধান উপদেষ্টা ও বরিশাল (০৪) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল শাখার সভাপতি এ্যাডভোকেড জহির উদ্দিন ইয়ামিন শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলার উপদেষ্টা মেহেন্দিগঞ্জ উপজেলা সাবেক আমির আলহাজ্ব সাইফুর রহমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতা কর্মীবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেহেন্দিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরে রাব্বী নাঈম।