বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন বর্জন সহ বি এন পি ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় বুধবার সকালে বরিশাল লঞ্চঘাট এলাকায় সাধারণ জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচীতে পুলিশি এ্যাকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি এস এম মাইনুল হাসান গুরুতর আহত হয় । প্রহসনের একতরফা ডামী নির্বাচন প্রত্যাখ্যান করে বি এন পির সাংগঠনিক অভিভাবক তারুণ্যের অহংকার তারেক রহমানের আহবানে সমগ্র দেশব্যাপী অসহযোগ আন্দোলন সফল এবং স্বার্থক করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল সহকারে লিফলেট বিতরণ শুরু করেন বি এন পি নেতৃবৃন্দ । বি এন পি বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড বিলকিস আক্তার জাহান শিরিন সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন । ফ্যাসিস্ট মাফিয়া সরকারের রোষানলে গৃহবন্দী বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার এক দফা দাবী আদায়ের মাধ্যমে বর্তমান সরকারের পতনের লক্ষ্যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের কারণে পুলিশের হাতে গ্রেফতার বি এন পি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর , বি এন পি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের নামে দায়েরকৃত বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সহ প্রশাসনের সকল স্তরে দলীয়করণ , দেশের সকল সেক্টরে দুর্নীতির মহোৎসব , নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি , বিদ্যুতের নজিরবিহীন সিস্টেম লস সহ বাক স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদে সাধারণ জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাওয়ার কথা শ্লোগানে শ্লোগানে ব্যক্ত করেন মিছিলে আগত নেতাকর্মীবৃন্দ ।