সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: বরিশালে হিজলা উপজেলায় ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত করায়, হরিনাথপুর, মেমানিয়া, ধুলখোলা ও গুয়াবাড়িয়া ইউনিয়ন শাখার ছাত্রদলের নেতাকর্মীরা,বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের আহবায় মহাসিন শিকদার, সদস্য সচিব মাইনুল ইসলাম সম্রাট এর ছবির গলায় জুতার মালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করে।
এসময় ছাত্রদের নেতাকর্মীরা তাদেরকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেন। হরিনাথপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আররাফি সাংবাদিকদের জানান উপজেলা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের নেতারা এর আগের ইউনিয়ন কমিটি করার সময় লক্ষ লক্ষ টাকা নেতাকর্মী দের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, তখনও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে সাধারণ কর্মিরা।
আবারো যখন বিএনপি সারা বাংলাদেশে স্বৈরাচারী সরকার বিরোধী আন্দোলন করছে সে সময় উপরস্থ নেতাদের আরালকরে আন্দোলন বাধাগ্রস্থ করার জন্য নতুন করে টাকা হাতিয়ে নেওয়ার ফোন্দি আটেন এবং আন্দোলন বাধাগ্রস্ত করে আওয়ামী লীগের পক্ষনিয়ে ইউনিয়ন কমিটি বিলুপ্তি করে।
এছাড়া আরো শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের ঘরোয়ানা লোকজন দিয়ে ছাত্রদলের কমিটি করার পায়তারা করছে আমরা প্রতিবাদ জানাই এবং অবিলম্বে আগের কমিটি বহাল করে দেশনায়ক তারেক রহমানের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করে নির্দলিয় নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করুন।আরো জানা যায় উপজেলা ছাত্রদলের সভাপতি সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা ও সদস্য সচিব এর নারিকেলেঙ্কারি অনেক ফিরিস্তি যা উপজেলার সকল সাধারন মানুষ জানে।