বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
আজ ২০ আগস্ট রবিবার বিকাল ৩ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী ও ইসলামিক ফাউন্ডেশন বরিশাল এর আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তন কাশিপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে ১ম ব্যাচ ৪৫ দিনব্যাপী নিয়মিত ১১০৯তম দলে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল মোঃ আলম হোসেন। বিষেয় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল মুহাঃ জাকির হোসাইনসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী ইমাম বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা ৪৫ দিনব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে সনদ ও ব্যাগ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। জেলা প্রশাসক ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে মসজিদে মুসল্লিদের সাথে আলোচনা করার জন্য ইমাম সাহেবদের প্রতি আহবান জানান। পরিশেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।