বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট শনিবার সকাল ৯ ঘটিকায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ বরিশালের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএম, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর আব্বাস উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সুধীজন প্রমূখ। শুরুতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অতিথিরা শেখ কামালের সংক্ষিপ্ত কর্ম জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলেচনা করেন। আলোচনা শেষে শহিদ শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।