বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম মহোদয়ের সাথে বরিশাল সদর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ ৩১ জুলাই সোমবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর, মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে সকলের সাথ পরিচিত পর্ব অনুষ্ঠিত হয় পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বরিশাল সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।