শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ নিরাপদ সড়ক আন্দোলন- নিসআ বরিশাল জেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে। ১৭ই জুলাই সোমবার নিসআ বরিশাল জেলা শাখার গঠিত কমিটিতে স্থান পেয়েছেনঃ ১) সভাপতি- মোঃ রাকিব সিকদার ২) সহ- সভাপতি – সাবিকুন-নাহার কেয়া ৩) সাধারণ সম্পাদক – এ এইচ হাসান ৪) যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ রাসেল মাহমুদ ৫) সাংগঠনিক সম্পাদক – মোঃ বায়জিদ হোসেন ৬) সহ- সাংগঠনিক সম্পাদক – ইমরান ইবনে আমিন ৭) দপ্তর সম্পাদক – আল আমিন হাওলাদার ৮) আইন বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান ৯) অর্থ বিষয়ক সম্পাদক- মোঃ গোলাম রাব্বী ১০) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক – মোঃ মাসুদ রানা ১১) তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক – মোঃ আকবর হোসেন ১২) সড়ক নিরাপদ ও প্রশিক্ষণ সম্পাদক – ইভান আহমেদ রিয়াদ ১৩) শ্রমকল্যাণ বিষয়ক সম্পাদক – মাহমুদ আকন ১৪) সমাজসেবা বিষয়ক সম্পাদক – মোঃ হেলাল হোসেন দিপু ১৫) নির্বাহী সদস্য – সৈয়দ রিফাত হোসেন ১৬) সদস্য – মোঃ পারভেজ ফকির ১৭) সদস্য – মোঃ জাবের হোসেন ১৮) সদস্য – সুলতানুল আরেফিন রাইয়ান ১৯) সদস্য- মোঃ রুহুল আমিন ২০) সদস্য- আরিফ হোসেন ২১) সদস্য – তাসরিফ ফাহিম।
উল্লেখ্য যে এই কমিটির মেয়াদ ১ বছর। ২০১৮ সালের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বিত সংগঠন নিসআ সারা বাংলাদেশের ন্যায় বরিশাল জেলায়ও তাদের কার্যক্রম বাস্তবায়নের জন্য এই শক্তিশালী কমিটি গঠন করেছে।