শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় উদ্ধার হওয়া ১৫ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার তিউনিসিয়া থেকে ঢাকায় ফিরেছেন। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
তিউনিসিয়া থেকে ১৫ বাংলাদেশি মঙ্গলবার (২১ মে) ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
গত ১০ মে লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ৭০/৭৫ জনের একদল অভিবাসী সাগর পথে নৌকায় করে ইউরোপ যাত্রাকালে নৌকাটি তিউনিসিয়া উপকূলে ডুবে যায়।
পরবর্তীতে তিউনিসিয়ার কোস্ট গার্ড ১৫ জন বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসীকে উদ্ধার করে। তাদের তিউনিসিয়ার জারজিস শহরে চিকিৎসাসেবা দেওয়া হয়।
নৌকাডুবির ঘটনায় প্রায় ৪০ বাংলাদেশি নিখোঁজ হন। এদের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।