বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বরিশালে রোয়া ব্রান্ডের ডিজিটাল টিভির ডিলারদের মতবিনিময় সভাট্রান্সকম ইলেকট্রনিকসের নতুন রোয়া ব্রান্ডের ডিজিটাল টেলিভিশনের ডিলারদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল নগরের রাজাবাহাদুর সড়কের ইউরো কনভেনশন হলে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রান্সকম ইলেকট্রনিক্সের হেড অব সেলস (ডিস্ট্রিবিউশন) মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সেলস ম্যানেজর (বাংলাদেশ) রিপন মিয়া, সেলস ম্যানেজার (ডিস্ট্রিবিউশন-সাউথ) তারেকুজ্জামান, এরিয়া সেলস ম্যানেজার ইয়াসির আরাফাত, টেরিটরি ম্যানেজার দিপংকর পাল দিপু, হোসাইন আল নুর (বরিশাল জোন), মো. রাসেল শেখ ও আবদুস ছালাম।
বরিশাল এরিয়ার ডিস্ট্রিবিউটর আমিন কর্পোরেশনের আমিনুল ইসলাম এবং ডিলার গন উপস্থিত ছিলেন।