বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
এস এল টি তুহিন,: নির্মান সামগ্রী পরিবহনে আধুনিকতার ছোয়া নিয়ে যাত্রা শুরু করেছে এমভি জোডিয়াক-১ এবং ২ নামের দুই কার্গো। বৃহস্পতিবার দোয়া মোনাজাতের মাধ্যমে কার্গোর উদ্বোধন করেন পরিচালক মঞ্জুরুল আহসান ফেরদৌস। বাদ আছর ধান গবেষনা রোডস্থ ডকইয়ার্ডে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জোডিয়াক লজিস্টিক্স এর এই কার্গো দুটি মূলত লিংকার ক্যাটাগরির বলে জানিয়েছেন পরিচালক মঞ্জুরুৈ আহসান ফেরদৌস।
তিনি জানান, ১২ হাজার টন পন্য ধারন ক্ষমতা সম্পন্ন এক একটি কার্গোর দৈর্ঘ্য ২৩৯ ফুট করে। আন্তর্জাতিক মানের এই কার্গোতে নির্মান সামগ্রী তথা সিমেন্ট পরিবহন করবে। এছাড়াও চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে দেশের বিভিন্ন নদী বন্দরে খালাস করবে। দুই কার্গোতে রয়েছে শক্তিশালী ও সর্বাধুনিক মানের ইঞ্জিন।
পরিচালক আরো জানান, কনফিডেন্স গ্রুপের একটি অঙ্গসংগঠন জোডিয়াক লজিস্টিক্স। গ্রুপের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম। কনফিডেন্স গ্রুপের এমন আরো একাধিক জাহাজ রয়েছে। বরিশাল কেন্দ্রিক পরিচালনের জন্য এই নতুন কার্গো দুটিকে সদ্য সংযোজন করা হয়েছে।
উদ্বোধনী দোয়া মোনাজাতে আরো উপস্থিত ছিলেন ডকইয়ার্ডের পরিচালক রাইভিউল কবির স্বপন, সুরভী লঞ্চের পরিচালক রেজিন উল কবির সহ বিভিন্ন লঞ্চ মালিকরা এবং সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্যরা।