শনিবার, ১০ মে ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
বরিশাল নগরীতে হচ্ছে না প্রধান জামাত করোনা সংকটে বিগত ঈদ উল আযহার মতো এ বছরও ঈদ উল আজহায় নগরীর প্রধান ঈদগাহে জামাত হচ্ছে না ।
সরকারের নির্দেশনা অনুসরন করেই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন করেনি সিটি কর্পোরেশন। এদিকে স্বাস্থ্য বিধি সহ শারীরিক দূরত্ব রক্ষায় এবার নগরীর অনেক মসজিদেই দুইটি জামাতের আয়োজন করা হয়েছে।
চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৮টায় ঈদ জামাতে পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমইমামতি করবেন।
পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঝালকাঠীর নেছারাবাদের কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, নগরীর কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর চক বাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায়, শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।
এছাড়াও বরিশাল মহানগরী সহ বিভাগের ৬ জেলায় সহতাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল মেট্রোপলিন এবং রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।