শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
অনলাইন ডেক্স: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের পর তাকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।
দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে দিনগত রাত ৩টার দিকে ঘোড়াঘাট থানা পুলিশ দিনাজপুর ডিবির কাছে তাকে হস্তান্তর করে। আটক আসাদুল ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
তিনি আরও জানান, ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার ঘটনায় এ মামলার প্রধান আসামিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হিলি থেকে আটক করা হয়। আটকের পর প্রধান আসামি আসাদুল অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। রোববার দুপুরের পর তাকে আদালতে নেওয়া হবে।