শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির বর্ষবরণ অনুষ্ঠান বাউফলে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন বছরের প্রথম দিনেই বিচ্ছিন্ন দীপ অঞ্চলে সহকারী পুলিশ সুপার বাউফলে গাঁজাসহ ২৫ লাখ টাকা ও স্বর্নালংকার উদ্ধার নববর্ষে দেশীয় খেলাধুলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কলাপাড়ায় মামলায় স্বাক্ষী হওয়ায় পা ভেঙ্গে দিলেন বিবাদীরা
চরবাড়িয়া ইউনিয়ন এ রাস্তা না জানি এক মরোন ফাঁদ

চরবাড়িয়া ইউনিয়ন এ রাস্তা না জানি এক মরোন ফাঁদ

Sharing is caring!

মোঃজিহান ইসলাম রাজিব: বরিশাল সদর উপজেলার ৩নংচরবাড়িয়া ইউনিয়ানের একমাত্র রাস্তাটি কীর্তনখোলা নদীতে বিলীন হয়ে যাবার পর থেকে এলাকার সাধারণ জনগণের জীবন দশা থমকে যায়।
বরিশাল শহর থেকে চরবাড়িয়া ইউনিয়ন এর বিখ্যাত দার্শনিক আরজ আলী মাতুব্বর স্মৃতি স্পন্দন ও পাবলিক লাইব্রেরী দৈর্ঘ্য সাত কিলোমিটার।
এই সাত কিলোমিটার রাস্তার ১৭টি ভাঙ্গা এই ভাঙ্গার কারণে সাধারণ জনগণের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই উত্তর লামচরি থেকে দক্ষিণ লামচরি যোগাযোগের জন্য ইঞ্জিন চালিত নৌযান দক্ষিণ লামচরি থেকে গনি মেম্বারের হাট হয় মধ্য চরবাড়িয়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান তোতা মিয়ার বাড়ি পর্যন্ত ১০ থেকে ১৫জায়গায় রাস্তা ভাঙ্গা।
এ সব ভাঙ্গা পার হয়ে মধ্য চরবাড়িয়া থেকে আবার ইঞ্জিন চালিত নৌযানে বরিশাল শহরতলি মেইন রাস্তা আসতে হয় এত বাধা পেরিয়ে মানুষের জীবন যুদ্ধ চলে।
কীর্তনখোলা নদীর বরিশাল শহর তরী রাস্তাটি বিলীন হওয়ার কারণে আজ অনাহারে দিন কাটাচ্ছে সাধারণ মানুষের।
স্থানীয়দের অভিযোগ আমাদের ১২ মাসই দূর্ভোগ পোহাতে হয় এই রাস্তা দিয়ে চলাচল করতে। স্থানীয়রা আরো বলেন, পাঁচ বছরের ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারের কোন ধরনের কাজ করেনি এরাস্তার। তাদের কাছে বললে শুধু শান্তনাই দিয়ে যাচ্ছে। আর বলে যাচ্ছে কোনো অর্থ বরাদ্দ হয়নি।
তালতলীতে থেকে লামচরি একটি মাত্র রাস্তা এই রাস্তা দিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার মানুষ যাতায়েত করেন। পেটের টানে প্রতিদিন বরিশাল শহরে যেতে হয় দিনমজুর ও চাকরীজীবিদের। জনপ্রতিনিধি বা পানি উন্নয়ন বোর্ডের নেই কোন নজর। স্থানীয় বাসিন্দা বলেন, শহরে যাতায়াতের একমাত্র ভরসা ছিলো এই রাস্তাটি। কিন্তু ২ ব্রিকফিল্ডের মালিক আর এলাকার জনগণ মিলে রাস্তা মেরামত করেন।
জনপ্রতিনিধিদের নেই কোন উদ্দ্যেগ। সধারণ জনগণ আরো বলেন, প্রতিবছরই কীর্তনখোলা নদীর পানির কারনে রাস্তা ভেঙ্গে যায়। আর এখানের দুই ব্রিক ফিল্ডের মালিক রাস্তা মেরামত করে থাকেন। এবার আমবস্যার কারণে অতিরিক্ত পানি হওয়ার জন্য রাস্তাটি প্রায় ৮ থেকে ১০টি জায়গা থেকে ভেঙে যায় রাস্তাটি। পুরোপুরি চলাচলের অনুপযোগী থাকায় এইবারও খেওয়া দিয়ে মানুষ পারাপার করতে হইতেছে। নদী ভাঙ্গন এলাকা আমাদের এই গ্রামটি।
বর্ষা অথবা জোয়ার আসলেই পানিতে তলিয়ে যায় রাস্তাটি। এতে এই এলাকার অসুস্থ রোগী ও আমার মত দিন খেটে খাওয়া মানুষ গুলোর চরম দূর্ভোগ হচ্ছে। ওই এলাকার মটরসাইকেল চালক মিজান বলেন, এলাকায় ভাড়ায় মটরসাইকেল চালিয়েই আমার সংসার চলে। কিন্তু রাস্তার পানিও ভাঙ্গার কারনে প্রায়ই গাড়ী বন্ধ করে রাখতে হয়।
যেটুকু গাড়ী চালাই তাও জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এতে আমার সংসার চলে না । শহরে দিকে যাতায়াত কারীদের অনেকেই পানিতে ভিজে অথবা সাতার কেটে পার হচ্ছেন রাস্তা দিয়ে। কেউ আবার ফিরে যাচ্ছেন বাড়িতে । চরবাড়িয়ার লামচরির খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে যাত্রা করলেও যেতে পারছেন না তাদের গন্তব্যে স্থানে । বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে বাড়ি। গত চার দিন ধরেই রাস্তাটি ডুবে আছে জোয়ারের পানিতে।
এলাকার বাসীর অভিযোগ আমাদের লামচরী বাসীদের দেখার কেউ নেই । ডিজিটাল বাংলাদেশ ঘোষনার পরও পানিতে ভিজে রাস্তা পাড় হতে হচ্ছে মানুষ। উল্লেখ্য ঐএলাকার কদমতলা, পোটকার চর, উত্তর লামচরী, দক্ষিন লামচরীসহ পাঁচটি গ্রামে অন্তত ৭ জায়গায় রাস্তা বিচ্ছিন্ন হয়ে আছে।
এখন এলাকার সর্বস্তরের জনগণের দাবি আশা মাননীয় প্রধানমন্ত্রীর ছাড়া, এ রাস্তার মেরামত কাজ আর কেউ করতে পারবে না বলে, মনে করেন সুশীল সমাজের মানুষ, তাই মাননী়য় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন ৩নং চরবাড়িয়া ইউনিয়নের রাস্তাটির পূর্ণ মেরামতের জন্য, যেন উদ্যোগ নেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD