শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
আমি অসহায় দূর্বল
আমার নেই কোনো অর্থকড়ি,
আছে শুধু আমার রোদে পুড়া বৃষ্টিতে ভেজা মলিন দেহখানি।
মিনতি করি তোমার কাছে,
এই মহামারীর কবল গ্রাসে,
খেয়েও না আমার কষ্টের দেহ খানি।
জানি তুমি এসেছো
আরশে আজিম থেকে,
মহান সৃষ্টি কর্তার নির্দেশে।
হয়তো তুমি এসেছো,
পৃথিবীর সকল পাপচারী
অহংকারী, জুলুমকারী, মানুষদের ধ্বংস করতে।
হয়তো তুমি এসেছো পৃথিবীর, সকল সৈরাচারী ক্ষমতা ধর শাসকদের ধ্বংস করতে।
হয়তো তুমি এসেছো,
অন্যায় ভাবে এতিমদের সম্পদ ভক্ষণ, মজলুমদের,অত্যাচারীদের ধ্বংস করতে।
এটম বোমা, চাপাবাজী
আছে যত ধান্ধাবাজি
সবকিছু হয়েছে মিথ্যাবাজী।
করোনা তুমি প্রমান করেছো,
সকল কিছু ঊর্ধ্বে একজন
তিনি হলেন আমার আল্লাহ মালিক।
লেখক: আব্দুর রাকিব