শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
সারা দেশের ন্যায় বুধবার বরিশালেও নামছে সেনা বাহিনী। সকালের মধ্যেই তারা বরিশাল নগরীতে এসে পৌছাবে। করোনাভাইরাসের বিস্তার রোধে মানুষের মাঝে সচেতনতা এবং বাজার কার্যক্রম মনিটরিং সহ সামাজিক যোগাযোগ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন তারা।
বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস. এম অজিয়র রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। আপাতত বরিশালের জন্য দুই প্লাটুন সেনা মোতায়েন হবে বলে জানিয়েছেন তিনি।
এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনকে সহায়তার জন্য শেখ হাসিনা সেনানিবাসে ৭ম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসারের নিকট সেনা মোতায়েনের বিষয়ে চিঠি লেখেন জেলা প্রশাসক।
এর পরিপ্রেক্ষিতে বুধবার দুই প্লাটুন সেনা সদস্য বরিশালে আসবেন। এরই মধ্যে তারা জেলা প্রশাসক এর নিকট রিপোর্টিং করেছেন। তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে নগরীর বান্দ রোডস্থ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল স্টেডিয়ামে। মঙ্গলবার সেনা বাহিনীর একটি টিম স্টেডিয়ামে তাদের থাকার জায়গা পরিদর্শন করেছেন।
এ প্রসঙ্গে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ‘সব কিছু ঠিকঠাক হয়েছে। সেনা বাহিনীর সদস্যরা বুধবার সকালে বরিশালে আসবেন। এর পর পর থেকেই তারা নগরীতে তাদের কার্যক্রম শুরু করবেন।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। এক্ষেত্রে বাজার মনিটরিং, প্রবাসীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত, মানুষ যাতে বাইরে অযথা ঘোরা ফেরা না করতে পারে সে বিষয়ে তদারকির পাশাপাশি চলমান দূর্যোগের মধ্যে ত্রান কার্যক্রমও পরিচালনা করবে সেনা বাহিনী।