রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র সৌজন্যে বরিশালে করোনা সংক্রামন এরাতে বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন নগরীর বিভিন্ন কলোনীতে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। এসময় তারা লিফলেট, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করেন এবং সাধারণ মানুষকে করোনা প্রতিরোধে সচেতন করেন।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি, মহানগর ছাত্রলীগের নেতা মোহাম্মদ মেহেদি হাসান সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।