শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
ক্রাইমসিন২৪:“রাজশাহীতে একসময় সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। রাজশাহীবাসী বাংলা ভাইয়ের জঙ্গিবাদী তৎপরতার ভীত সন্ত্রাস থাকতো। সে সময় রাজশাহী লুটপাট-দুর্নীতির অভয়ারণ্যে পরিনত হয়েছিল। কিন্তু আওয়ামী নেতৃত্বাধিন সরকারের আমলে সারা বাংলাদেশের মত জননেতা ফজলে হোসেন বাদশার নেতৃত্বে রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাকে জয়ী করতে হবে।”
আজ (৩০ নভেম্বর) শুক্রবার বিকেল ৪ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৮ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য এবং রাজশাহী মহানগর সভাপতি কমরেড লিয়াকত আলী লিকু।
ওয়ার্ড সভাপতি আশরাফ আলীর সভাপতিত্বে এবং রিপন আহমেদ-এর সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর সাধানরণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মতিহার থানা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক রমজান আলী, নারী মুক্তি সংসদের রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি জুয়েল খান, সাধারণ সম্পাদক স¤্রাট রায়হান।