মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে মাফিয়া বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে জানান, ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।