মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে আব্বাস হাওলাদার ও তার সহযোগী সোহগ হাওলাদার নামের দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার।
সোমবার ১৩-অক্টোবর সদর উপজেলা কালিকাপুর হেতলিয়া বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সুত্রে, আব্বাস ও তার সহযোগী সোহাগ হাওলাদারকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এর নির্দেশনায় এসআই সাইদুর রহমান, এএসআই রুবেল মিয়া, এএসআই মফিজুর রহমান এর নেতৃত্বে ও সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাট, পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগের অন্যতম মাদক ডন আব্বাস হাওলাদার ও তার সহযোগী সোহাগ হাওলাদার কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাতারকৃত আব্বাস হাওলাদার (৪০) কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেন, মাতা ফিরোজা বেগম এর ছেলে।
তার সহযোগী সোহাগ হাওলাদার একই উপজেলার টিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড রজপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার, মাতা মরিয়ম বেগমের ছেলে।
গ্রেপ্তারের পুর্বে তাদের নিকট হইতে ২০০০ (দুই হাজার) পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও চৌরাস্তা থেকে তাদেরসহ ইয়াবা বহনকারী সাদা রংয়ের নোয়া হাইয়েছ গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
এবিষয়ে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিবেদক, এস আল-আমিন খাঁন,