বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি:
দেশ ও জাতির কল্যানে প্রেসমিডিয়ায় ভুমিকা পালন করা সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব পটুয়াখালী’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭-নভেম্বর বিকেল ৩ টার সময় পৌর শহরের ৭ নং ওয়ার্ড ফায়ার সার্ভিস রোড এলাকায় অস্থায়ী কার্যালয়ে পেশাগত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে সকলের সম্মতিক্রমে ১৭ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক গণকন্ঠ পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি সোহানুর রহমান (সোহেল) এর সভাপতিত্বে উক্ত আহব্বায়ক কমিটিতে আনন্দ টিভি ও দৈনিক খোলা কাগজের পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিনকে আহব্বায়ক এবং দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি এস আল-আমিন খাঁন’কে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সাধারন সদস্যরা হলেন, (১).রাসেল সিকদার (বাংলা টিভি), (২).আল-আমিন (এশিয়ান টিভি), (৩),জাহিদ সিকাদার (দৈনিক মুক্ত খবর), (৪).সোহানুর রহমান সোহেল (দৈনিক গণকন্ঠ), (৫)মোঃ তারিকুল ইসলাম ( দৈনিক বাংলাদেশের আলো), (৬).সোহেল গাজী (দৈনিক সরেজমিন বার্তা), (৭).আরিফুল ইসলাম (দৈনিক দক্ষিনের কাগজ), (৮).সঞ্জয় দেবনাথ (দৈনিক আজকালের কন্ঠ), (৯).ফরিদুল ইসলাম সাঈদ (আধুনিক সংবাদ), (১০)মোহাম্মদ রাকিব (রাজধানী টিভি), (১১).মাহবুব সিকদার( সিএনএন বাংলা টিভি), (১২. মোঃ ফোরকান হাওলাদার (দৈনিক আজকালের খবর).(১৩) মোসাঃ মাহিনুর বেগম (ঢাকা প্রতিদিন). (১৪). সাইফুল ইসলাম(খোকন) (সিএনএন বাংলা টিভি), (১৫). হাফিজুল ইসলাম শান্ত (দৈনিক বিপ্লবী বাংলাদেশ)