শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর এর আয়োজনে বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই মার্চ বৃহস্পতিবার ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় বরিশাল নগরীর হোটেল এরিনাতে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আতিকুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শিবিরের সাবেক সভাপতি আহমেদ বায়জিদ, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম ও ছাত্রশিবির বরিশাল জেলা সেক্রেটারি সাঈদ আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আতিকুল্লাহ বলেন, আমাদের দেশের নানা সংকট এর পাশাপাশি অনেক সম্ভবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বৈষম্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এদেশের ছাত্রসমাজের জীবনের বিনিময়ে আমরা আজকে ইফতার মাহফিল করতে পেরেছি।আমরা নিহত ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা করছি। অনুষ্ঠানে অন্যান্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরিশাল মহানগর সভাপতি রেজাউল করিম রনি, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর এর প্রচার ও দাওয়াহ, অর্থ, এইচআরডি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবর খালেদ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক রফিকুল ইসলাম টিপু, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রদলের আহবায়ক মোস্তাক শাওন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর চরমোনাই আলিয়া মাদ্রাসা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সরকারি ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।