বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের অঙ্গসংগঠন বরিশাল মহানগর মৎস্যজীবী দল আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে তাদের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ।
পোর্ট রোডস্থ ইলিশ ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা , সাংস্কৃতিক পরিবেশনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দলের গৌরবময় ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরিশাল মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব কামাল সিকদার । বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রস্তাবিত ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুস সালাম , যুগ্ম আহবায়ক রফিক মোল্লা ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহীন কলি , মোর্শেদ খান , নয়ন , জাহিদ হাসান , জসিম ও শহীদ প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল মহানগর মৎস্যজীবী দলের প্রস্তাবিত যুগ্ম আহবায়ক শেখ রিমন ।
পবিত্র কালামুল্লাহ থেকে অংশবিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় । বরিশাল মহানগর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ স্বাগত বক্তব্যে দলের ইতিহাস ও অর্জন তুলে ধরেন ।
প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনকালে কামাল সিকদার বলেন , ৪৬ বছরের সংগ্রামী পথচলায় আমরা মৎস্যজীবীদের ন্যায্য অধিকার , জীবনমান উন্নয়ন ও রক্ষায় অবদান রেখেছি ।
প্রস্তাবিত আহবায়ক আব্দুস সালাম , যুগ্ম আহবায়ক রফিক মোল্লাসহ অন্যান্য নেতারা মৎস্যখাতের নীতিমালা উন্নয়ন , যুবসমাজের অংশগ্রহণ ও দারিদ্র্য বিমোচনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যাখ্যা করেন ।
দলের প্রবীণ কর্মী ও সমাজসেবীদের সম্মাননা জানানো হয় এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কেঁটে আনন্দ ভাগাভাগি করা হয় ।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন খান মৎস্যজীবীদের জন্য উন্নত প্রশিক্ষণ , পর্যাপ্ত আর্থিক সহায়তা , সার্বিক আইনি সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।