শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ
শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্ট-২০২৫ (সিজন-১) এর শুভ উদ্বোধন হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। খেলার উদ্বোধন করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।
শিক্ষক চিন্ময় সরকার ও এম এ ইউসুফ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি ইমরান বিশ্বাস, কলাপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সোহরাব হোসেন, কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতি(বাশিস)’র যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নূরুল হক, পাখিমাড়া বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান আইয়ুব, কলাপাড়া পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, ছাত্রনেতা তাইফুর রহমান আরিফ প্রমুখ। খেলা পরিচালনা করেন, অলক কুমার বিশ্বাস এবং হামিরুল ইসলাম এবং আমানুল্লাহ আমান।
চাচা ভাতিজা একাদশ এবং ফতেপুর জুনিয়র একাদশের মধ্যে খেলায় চাচা ভাতিজা একাদশ জয়লাভ করেন। পায়রা উড়িয়ে, আতশবাজি এবং ফানুস উড়ানোর মাধ্যমে জমজমাট এ টূর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়।
এর মধ্যে আরও আকর্ষন ছিল বাশের গ্যালারিতে বসে তরুণদের খেলা উপভোগ।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া