রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
নবায়নযোগ্য জ্বালানি উৎসব ২০২৫: টেকসই ভবিষ্যতের প্রত্যয়ে আয়োজন পটুয়াখালীতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান বাউফলে মায়ের সাথে খেলতে গিয়ে ছিটকে পড়ে শিশুর মৃত্যু কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব সিদ্দিক সভাপতি, মিজান সম্পাদক। মহিপুর থানা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে কুয়াকাটায় মানববন্ধন গৌরনদীতে চোর সন্ধেহে গনপিটুনিতে আহত যুবকের দুইদিন পর মৃত্যু কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শন কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি সড়ক সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ মিছিল বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর সংঘর্ষ, আহত-৪ বরিশালে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশালের জেলা সাব রেজিস্ট্রি অফিসে উৎস করের নির্ধারিত ফি কম নিয়ে দলিল রেজিষ্ট্রেশন করার প্রমান পেয়েছে দুদক কলাপাড়ায় কৃষকদের অবস্থান ধর্মঘট ও স্মারকলিপি প্রদান কলাপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
টাকা পরিশোধ না করেই কলাপাড়ায় ৪ শতাধিক কৃষকের জমি ও বাড়ি বালু ভরাটসহ বাউন্ডারি দেয়াল

টাকা পরিশোধ না করেই কলাপাড়ায় ৪ শতাধিক কৃষকের জমি ও বাড়ি বালু ভরাটসহ বাউন্ডারি দেয়াল

oplus_0

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থানীয় অধিগ্রহণকৃত পাঁচজুনিয়া গ্রামের চার শতাধিক কৃষক পরিবারের জমিসহ বাড়ি-ঘরের টাকা পরিশোধ না করেই জমিতে বালু দিয়ে ভরাটসহ বাউন্ডারি দেয়ালের কাজ করছে। এমনকি দীর্ঘদিন শ্রমিকদের বকেয়া মজুরীর টাকা চাইতে গেলে উল্টো শ্রমিকের নামে রড, সিমেন্ট চুরির মামলা দিয়ে এলাকা ছাড়া করে। এনিয়ে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করেছে।

কলাপাড়া উপজেলার একই ইউনিয়ন ধানখালীতে তিন ফসলী জমির ওপর ১৩২০ মেঘাওয়াটের পায়রা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও অপর একটি ১৩২০ মেঘাওয়াটের আরপিসিএল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি ডিসেম্বরে উৎপাদনে যাবার অপেক্ষায়।

তৃতীয় বিদুৎ উৎপাদন কেন্দ্রটি ১৩২০ মেঘাওয়াটের আশুগঞ্জ তাপবিদ্যুৎ প্রকল্প। বর্তমানে এটি পাঁচজুনিয়া  ও ধানখালী মৌজার প্রায় দেড় হাজার একর জমির ওপর নির্মিত হচ্ছে এ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি।

এখানের চার শতাধিক পরিবারের বসত ঘরের টাকা পরিষদ না করেই বাউন্ডারি বেড়িবাঁধ দিয়ে বালি ফালানোর কাজ শুরু করে। অনেকে টাকা পাবার আশ্বাসে বাড়ি-ঘর ভেঙ্গে অন্যত্র সরিয়ে নিয়েছে। যাদের যাবার কোনো জায়গা ছিলো না তারা যেতে পারেনি। ওই সময়ে আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে ড্রেজার দিয়ে বালি ফেলেছে। এতে অনেক বাড়ি-ঘর পালির  চাপা পরে যায়। সরেজমিনে গেলে এখনও বালির নিচে চাপা পড়া অনেক ঘরের চালা দেখা যায়।

সাংবাদিক পরিচয় পেয়ে ছুটে এসে জানিয়েছেন তাদের অভিযোগের কথা। বলেছেন বাউন্ডারি নির্মান শ্রমিকদের এক মাস ধরে টাকা না পাওয়ার অভিযোগের কথা।

মৃধা ট্রের্ডাসের মো রিয়াজুল ইসলাম বলেন, ধানখালী ও পাঁচজুনিয়া মৌজার ১৩২০ মেগাওয়াট, আশুগঞ্জ পাওয়ার প্লান্ট, বাংলাদেশ এ ইট, বালু সরবরাহ করি এবং এক সপ্তাহ পরে চুক্তি পত্র সম্পাদন করার কথা থাকলেও ১মাস ২দিন হয়ে গেলেও তারা চুক্তি পত্র সম্পাদন করিতেছেনা। কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সাইড ইঞ্জিনিয়ার মো.ওমর ফারুক ও মো.রনি কাজের অনুমতি পত্র তারা আমার Whatsapp এ প্রদান করেন।

আমি কাজের অনুমতি পত্রের হার্ডকপি এবং চুক্তি পত্র চাইলে আজ দিব কাল দিব বলে দিতেছেনা উল্টো তারা আমাকে নানা রকম ভয়ভীতি দেখাইতেছে এবং উক্ত কাজের অনুমতি পত্রে ২০ দিনের মধ্যে বিল দেওয়ার কথা থাকলেও বিল দিতেছেনা। বর্তমানে তাদের কাছে ৪৭৩৪০০/- (চারলক্ষ তেহত্তর হাজার চারশত) টাকা পাওনা আছে। তাও দিচ্ছে না।

উপরন্তু কলাপাড়া থানায় তিন জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা করেছে।
বাউন্ডারি প্রাচীর নির্মান শ্রমিক সর্দার মো. নজরুল বিশ্বাস বলেন, আমার শ্রমিকের মোট ৭৭৫ হাজিরার টাকা পাওনা আছে। শ্রমিকের বিল সপ্তাহে দেওয়ার কথা থাকলেও কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সাইড ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক ও মো. রনি বিল টাকা দিতেছেনা বিল টাকা চাইতে গেলে আজ দিব কাল দিব বলে দিচ্ছেনা।

এব্যাপারে ওই এলাকার মেম্বার আল মামুন বলেন, দেশের উন্নয়ন হোক আমরাও তা চাই। এলাকার কৃষকদের ঘরের টাকা পরিষদ না করে কোন প্রকার কাজ করা যাবে না।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার এস আই মো জহিরুল ইসলাম বলেন দু’পক্ষের দু’টি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে পিএন এফ কর্পোরেশন এর সাইড ইঞ্জিনিয়ার মো, ওমর ফারুক তাদের বিরুদ্ধে অভিযোগের সত্ত্বতা অস্বীকার করে বলেন কৃষকদের ঘরের টাকা পরিশোধ করবে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের লোকজন। এখানে আমাদের কোনো দায় নাই।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০১/১১/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD