বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল-কলাপাড়া পৌর কমিটি গঠনের লক্ষ্যে
কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের পটুয়াখালী জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা এ, কে, এম আব্দুস সালাম।
কলাপাড়া পৌর ওলামা দলের আহবায়ক মাওলানা ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পটুয়াখালী জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা জিহাদুল ইসলাম, কলাপাড়া উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল আউয়াল তালুকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসান মিলন মুন্সী, উপজেলা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, মাওলানা মুহিব্বুল্লাহ আনসারী, জেলা ওলামা দলের সদস্য মাওলানা আবদুর রহমান আলী আক্কাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আফজাল হুসাইন, ও কলাপাড়া পৌর ওলামা দলের সদস্য সচিব মৌলভী মোঃ হানিফ।
এর আগে অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করেন স্থানীয় ওলামা দলের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের রাজনৈতিক এবং ধর্মীয় সমাজ গঠনে ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া