মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
আজ বিকেল ৩ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে সড়কে নেমে আসে শিক্ষার্থীরা।
নানা ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে মহাসড়ক। এ সময় শিক্ষার্থীরা বলেন, টানা একমাস ধরে তারা অবকাঠামো উন্নয়ন সহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের আশ্বাস তারা পাননি।
যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা।
অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, তারা ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে।