বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ধ্বংসের ষড়যন্ত্রে সংবাদ সম্মেলন কলাপাড়ায় বাতিঘর সংগঠনের দেড় হাজার তালের বীজ রোপণ সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারন, কন্টেন্ট ক্রিয়টরের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড সাড়ে চার কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় ১২ গ্রামের ফসলহানির শঙ্কা কলাপাড়ায় নানা আয়োজনে বিশ্বকর্মা পূজা উদযাপিত কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ভুয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড গ্লোবাল উইক অব ক্লাইমেট একশনস’র মানববন্ধন ও সভা কুয়াকাটায় অজ্ঞাত ব্যাক্তির অ/র্ধ/গ/লি/ত ম/র/দে/হ উদ্ধার কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত সবুজ ছাতিম রোপণের মধ্যে দিয়ে পটুয়াখালীর নতুন ডিসির যাত্রা একাদশ শ্রেণীর ২০২৫-২৬ শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত দেশকে ফ্যাসিবাদমুক্ত করার আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দল রাজপথ ছাড়বেনা কুয়াকাটা পৌর জাতীয়তাবাদী ওলামা দলের  কমিটি গঠন কলাপাড়া প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে সংবর্ধিত করেছে কলাপাড়া পুস্তক ব্যাবসায়ী সমিতি
খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্তডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪

খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শহীদ মীর মুগ্ধ আন্তডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা-২০২৪

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

শুক্রবার  (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে নির্মাণাধীন জয়বাংলা ভবনের সামনের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর গঠন ও মন প্রফুল্ল হয়। এজন্য নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠে খেলার সময় যাতে অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে এবং খেলা যাতে উপভোগ্য হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে পরিবর্তিত পরিস্থিতির কারণে খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা নেমে আসে।

আমি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণের পর একাডেমিক ও প্রশাসনিক অবস্থা স্বাভাবিক করার পাশাপাশি খেলাধুলাসহ শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। কেন্দ্রীয় মাঠে প্রতিযোগিতা আয়োজনের উপযোগী না হওয়ায় শিক্ষার্থীদের সহযোগিতায় বিকল্প এ মাঠে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, যেখানে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের সমস্যা এখনো দূর হয়নি, সেখানে খুবই অল্প সময়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও এ কৃতিত্বের অংশীদার।

তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যবস্থাপনায় এবারের প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেক স্কুল থেকে একজন শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

তারা সার্বক্ষণিক এ প্রতিযোগিতার দেখভাল করবেন। তিনি খেলার মাঠে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রেফারির সিদ্ধান্ত মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, ছেলেদের প্রতিযোগিতা শেষ হলে মেয়েদের জন্য ফুটবল প্রতিযোগিতা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

বক্তব্যের শুরুতে তিনি গণিত ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের আশু সুস্থতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রফেসর ড. মো. রেজাউল করিম খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

সূচনা বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভাস্কর্য ডিসিপ্লিনের সাকিবুজ্জামান সাজিদ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাজ্জাদুল ইসলাম আজাদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে ১-০ গোলে পরাজিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রসায়ন ডিসিপ্লিন।

দলের পক্ষে জয়সূচক গোলটি করেন আজিজুল হক।

খেলা শুরুর আগে শহীদ মীর মুগ্ধসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা ও আহতদের আশু সুস্থতা কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে আকস্মিকভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

এ সময় তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে হলের ক্যান্টিনে বসে সবার সঙ্গে নাশতা করে খাবারের মান যাচাই করেন।

তিনি বলেন, হলের খাবার নিয়ে শিক্ষার্থীদের যাতে অভিযোগ সৃষ্টি না হয়, সেজন্য নিয়মিত খাবার পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সময় তিনি হলের ক্যান্টিন পরিচালনাকারীদের ডেকে কথা বলেন এবং খাবারের মান যেন সবসময় সন্তোষজনক থাকে সে বিষয়েও নির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট হলের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD