আরও চড়া হয়েছে সবজির দাম” স্বস্তি নেই মাংসের বাজারেও” গরুর মাংস এতদিন ৬০০-৬৫০ টাকায় মিললেও এখনও কেজি প্রতি ৭০০ টাকা। শুক্রবার সকালে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বনশ্রী, রামপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। শীতের কারণে সকালে বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতিও ছিল কম। বিক্রেতারা নানা অজুহাত দিলেও, ক্রেতাদের দাবি- সিন্ডিকেটের কারণেই দাম বাড়ছে। বাজারগুলোতে শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার পরও গত সপ্তাহের তুলনায় কেজিতে বেশি দিতে হচ্ছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি। আলুর কেজি ৬০, আর শিমম, টমেটো বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। বেগুন ৯০ আর কাঁচা মরিচের ৮০ টাকা। ফুলকপি-বাঁধাকপি ৫০ টাকার নিচে মিলছে না।
লাউ কোনো কোনো বাজারে সেঞ্চুরি ছুঁয়েছে। বাজারগুলোতে বেড়েছে মুরগির মাংসের দামও। ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। সোনালি জাতের মুরগির দামও বেড়ে দাঁড়িয়েছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। গরুর মাংসের দাম সরকার ৬৫০ টাকা বেঁধে দিলেও ৭০০ টাকার নিচে মিলছে না। বাজারে মাছের দামও ঊর্ধ্বমুখী। বিভিন্ন ধরনের মাছ কেজিতে বেড়েছে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারে ছোট ইলিশের সরবরাহ থাকলেও বড় ইলিশ মিলছে না।