বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
লাউ কোনো কোনো বাজারে সেঞ্চুরি ছুঁয়েছে। বাজারগুলোতে বেড়েছে মুরগির মাংসের দামও। ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। খুচরা বাজারে প্রতি কেজি মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। সোনালি জাতের মুরগির দামও বেড়ে দাঁড়িয়েছে ৩২০ থেকে ৩৪০ টাকায়। গরুর মাংসের দাম সরকার ৬৫০ টাকা বেঁধে দিলেও ৭০০ টাকার নিচে মিলছে না। বাজারে মাছের দামও ঊর্ধ্বমুখী। বিভিন্ন ধরনের মাছ কেজিতে বেড়েছে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত। বাজারে ছোট ইলিশের সরবরাহ থাকলেও বড় ইলিশ মিলছে না।