শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় ২দিন ব্যাপী শিক্ষক মিলনমেলা অনুষ্ঠিত বরিশালে নারীপক্ষের আয়োজনে তরুণ প্রজন্মের সফলতার গল্প শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে জেলা প্রশাসকের শুভ আগমন উপলক্ষে মতবিনিময় সভা বাউফলে জেলেদের মাঝে (বিজিএফ) এর চাল বিতরণে অনিয়ম স্বল্পমূলে তৈরিকৃত ১৯২ জন জেলেদের মাঝে লাইফবয়া বিতরণ পটুয়াখালী র‍্যাব ক্যাম্পে,ঘুমন্ত অবস্থায়  র‍্যাব সদস্যর মৃ/ত্যু কলাপাড়ায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে ইউএনও’র মত বিনিময় বাউফলে সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষকসহ আহত-৩ মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ কলাপাড়ায় বৌদ্ধবিহার গুলোতে উদযাপিত হচ্ছে প্রবারনা পূর্ণিমা কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ম/র/দে/হ উদ্ধার মহিপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের টিন ও নগদ টাকা প্রদান সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে এক গৃহবধূর গর্ভে এক সঙ্গে পাঁচ নবজাতকের জন্ম পটুয়াখালীর গলাচিপায় র‍্যাবের বিশেষ অভিযানে ১২শ কেজী পলিথিন জব্দ,
অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন

অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:

“অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।
কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসে ধূমপান ও বেপরোয়া গতি নিয়ে যাত্রীদের মধ্যে উত্তেজনাকালে একথা বলেন, ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৭১৭ বাসের ড্রাইভার।

বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো. শাহিনের সঙ্গে বাকবিতন্ডার এক পর্যায়ে একথা বলেন ওই চালক ।

সাক্ষীদের তথ্যমতে, সোমবার(১৮ আগস্ট) বেলা ১১টার দিকে বাসটি আমতলী থেকে ছাড়ার পর পটুয়াখালী অতিক্রম করার সময় চালক চলন্ত গাড়িতে সিগারেট ধরান।

এসময় পাথওয়ে নির্বাহী পরিচালক আপত্তি জানিয়ে বলেন, চলন্ত গাড়িতে ধূমপান আইনত নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু চালক পাল্টা জবাব দেন, “অধিকাংশ চালকই ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” এতে চালক, সুপারভাইজার ও হেল্পারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে বিরতি শেষে বাস চলতে শুরু করলে চালক গতি ঘণ্টায় ৪০–৫০ কিলোমিটারের মধ্যে রাখেন। এতে অন্য যাত্রীরা গতি বাড়ানোর জন্য চাপ দিতে থাকেন। কেউ কেউ বলেন, “ট্রাফিক পুলিশ ধরলে জরিমানা আমরা দেবো।

তবে চালক জানান, তিনি আইন ভঙ্গ করে গতি বাড়াবেন না, কারণ পাথওয়ে নির্বাহী পরিচালক তাকে সতর্ক করেছেন। ঘটনার পর যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাড়িতে থাকা ঢাকা গামী যাত্রী মাহামুদুল হাসান বলেন, এই রুটে অতিরিক্ত গতি এবং চালকদের অসচেতনতার কারণে প্রায়ই দূর্ঘটনা ঘটে থাকে। আর ধুমপানের বিষয়টি আমিও মেনে নিতে পারেনি। এগুলো আইন করে বন্ধ করা উচিত।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিক পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৯৭১৭ বাসের ড্রাইভার বলেন, এটি অতি সামান্য বিষয়। এটা নিয়ে এতকিছু হবে ভাবিনি। তবে শাহিন স্যার বলার পরে আমি গতি কমিয়ে গাড়ি চালিয়েছি।

পাথওয়ে’র নির্বাহী পরিচালক মো.শাহিন বলেন, “আমরা কবে সচেতন হব? প্রতিদিন কুয়াকাটা সড়কে দুর্ঘটনা ঘটছে, অথচ যাত্রীরাই চালককে বেপরোয়া গতিতে চালাতে উৎসাহ দিচ্ছে।

তিনি আরও বলেন, আমি একজন ক্যান্সার আক্রান্ত রোগী। সিগারেটের ধোঁয়া আমাদের কষ্ট দেয়ায় তাকে মানা করেছি। ” বিশেষজ্ঞরা মনে করেন, গণপরিবহনে ধূমপান ও বেপরোয়া গতি নিয়ন্ত্রণে না আনলে সড়ক দুর্ঘটনা হ্রাস করা সম্ভব নয়।

এ ব্যাপারে উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
নিরাপদ সড়ক নিয়ে কাজ করা যাত্রী কল্যাণের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, চালকদের অসচেতনতা এবং যাত্রীদের অধিক উৎসাহ প্রদান এই ২টি বিষয় মিলে চালক যখন বেপরোয়া ভাবে গাড়ি চালায় তখনই ঘটে দূর্ঘটনা।

 

বিআরটিএ বরিশাল বিভাগের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম মুঠোফোনে ধূমপানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চলন্ত গাড়িতে গণপরিবহনে ধূমপান শাস্তি যোগ্য অপরাধ। লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD